বর্তমানে অনেকেরই একটি -দুইটি মসস্যা হচ্ছে যে,
ফাকা পিডিএফ ও সার্ভার এ না ঢুকতে পারা।
১/ বর্তমানে এয়ার্টেল এ টেলিটক ৩জি দিয়ে সার্ভারে খুব সহজেই ঢোকা যাচ্ছে। যাদের বিষয়টি না জানা ছিল তাদের অবশ্যই কাজে আসবে।
২/ ডেট পেজে কখনওই পুরাতন কেপচা ইউস করনে না,ইমেজ ব্লকার ও জাভা স্ক্রিপ্ট ব্যবহার করবেন না।
যেহেতু ডেট পেজের ভেলিডিটি ৪০সে. তাই ৪০সে ওর মধ্যেই ডেট কনফার্ম করুন। আর মনে রাখবেন শেয়ার করা ফাইল নিয়ে কাজ করবেন না।
আশা করি কাজ হবে।
--------------------------------------------------------------------------------------------------------------
কিছু টিপস্
ফাকা পিডিএফ ও সার্ভার এ না ঢুকতে পারা।
১/ বর্তমানে এয়ার্টেল এ টেলিটক ৩জি দিয়ে সার্ভারে খুব সহজেই ঢোকা যাচ্ছে। যাদের বিষয়টি না জানা ছিল তাদের অবশ্যই কাজে আসবে।
২/ ডেট পেজে কখনওই পুরাতন কেপচা ইউস করনে না,ইমেজ ব্লকার ও জাভা স্ক্রিপ্ট ব্যবহার করবেন না।
যেহেতু ডেট পেজের ভেলিডিটি ৪০সে. তাই ৪০সে ওর মধ্যেই ডেট কনফার্ম করুন। আর মনে রাখবেন শেয়ার করা ফাইল নিয়ে কাজ করবেন না।
আশা করি কাজ হবে।
--------------------------------------------------------------------------------------------------------------
কিছু টিপস্
এইখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা অনেকেই হয়ত সেই বিষয়গুলো জানেন। তো যারা জানেন তারা দয়াকরে এই কথাগুলো নিয়ে মাথা না ব্যাথা করে নিজের কাজ করেন। আর যারা জানেন না আশাকরি তাদের উপকার হবে। আর প্লিজ যাদের কাছে আমাদের পেজ বা পোস্ট ভাল লাগে না তার দয়া করে উল্টাপাল্টা কথা লিখবেন না, হয়ত আপনি বিষয়গুলি জানেন তাই আপনার কাছে ভাল লাগছে না কিন্ত যে জানে না তার হয়ত উপকার হচেছ।
এছাড়াও অন্য কোন প্রবলেম থাকলে কমেন্ট করুন অথবা পেজে ম্যাসেজ করুন।
আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
প্রশ্নঃ কোন অপারেটিং সিস্টেম ভাল কাজ হচ্ছে ?
উত্তরঃ ভাইয়া, সব অপারেটিং সিস্টেম ই ভাল, কিন্তু বর্তমানে windows 8.1 ও windows 10 (home & enterprise) ভার্সন দিয়ে মোটামুটি ভাল কাজ হচ্ছে.. এছাড়াও Windows server 2012 r2 standard edition দিয়েও কম বেশী কাজ হচ্ছে। সবথেকে ভাল হয় ভিপিএস এ windows 8.1 ও windows 10 (home & enterprise) ভার্সন install করে কাজ করলে কারণ তাতে নেট স্পিড বেশী পাওয়া য়াবে।
প্রশ্নঃ আইপি ব্লক করে, কি করব ?
উত্তরঃ ভাইয়া এইটা খুবই সাধারণ একটি সমস্যা যা কম বেশী সবার ই হয়। সবথেকে বেটার সলিউশন হল আপনার আইপি ব্লক হয়েছে কিনা তা আগে নিশ্চিত হউন, কারণ অনেক সময় একবার দুইবার connection reset দেখালেই আমরা মনে করি আইপি ব্লক, যা হয়ত হয়না। তারপারও আইপি ব্লক হলে সবথেকে বেটার সলিউশন আইপি চেঞ্জ করে নতুন আইপি নেওয়া (ভিপিএন এর মাধ্যমে বা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে করতে পারেন)। এছাড়াও কিছু প্রক্সি পোর্ট আছে সেগুলো ইউস করতে পারেন। প্রক্সি পোর্ট গুগল সার্চ করেন পাবেন।
প্রশ্নঃ 500/400 Error দেখাই কি করব ?
উত্তরঃ আচ্ছা বিষয়টা হল, আপনার এই সমস্যাটি কোথায় দেখাই মানে কোন পেজ এ দেখাই ? যদি ডেট পেজ এ দেখাই তাহলে ডেট পেজ এ যে গ্রেস মাংকি স্কিপ্ট ইউস করছেন তা বাদ দিন এবং নরমাল ক্যাপচা দিয়ে ডেট কনফার্ম করুন আশা করি 500/400 Error দেখাবে না।
প্রশ্নঃ আমি ডেট পেজ এ গ্রেস মাংকি স্কিপ্ট ইউস করি না তার পরও আমার 500/400 Error দেখাই কি করব ?
উত্তরঃ তাহলে আপনি নিশ্চই ডেট পেজ পাওয়ার পর আইপি চেঞ্জ করেন, তো বিষয়টা হল আপনি ডেট পেজ এ একটি আইপি দিয়ে প্রবেশ করলেন আর অন্য আইপি দিয়ে সাবমিট করলেন তাই সার্ভার আপনাকে Fraud Activity বা Robot Activity মনে করে next page দিচ্ছে না, আপনারা খেয়াল করেছেন কিনা যানিনা যে যখন 500/400 Error দেখাই তার পাশে লেখা থাকে Page Not Found । আশা করি বোঝাতে পেরেছি।
প্রশ্নঃ আমি ডেট পেজ এ গ্রেস মাংকি স্কিপ্ট ইউস করি না এবং ডেট পেজ পাওয়ার পর আইপি ও চেঞ্জ করিনা কিন্তু তার পরও আমার 500/400 Error দেখাই কি করব ?
উত্তরঃ বর্তমান সার্ভারে প্রতিটা পেজ এর একটা Valid Duration দেওয়া আছে মানে একটা নির্দিষ্ট টাইম পরে পেজ টি আর কাজ করবে না। তো আপনি সেই নির্দিষ্ট টাইম এর পরে কনফার্ম করছেন বা নেক্সট পেজে যাওয়ার ট্রাই করছেন তাই আপনাকে 500/400 Error Page Not Found এই লেখা দেখাচ্ছে। পেজ Duration সম্ভবত ১ মিনিট ৪০ সেকেন্ড (চেঞ্জ হতে পারে)।
প্রশ্নঃ ক্যাপচা আসে না, হাজার চেষ্টা করলেও আসে না কি করব ?
উত্তরঃ প্রথম সমাধান, Show Selected Image ইউস করেন। যদি আইপি চেঞ্জ করে থাকেন তাহলে Validation চেক করেন। তারপরও না হলে আইপি পরিবর্তন করেন।
প্রশ্নঃ কিভাবে কাজ করব ?
উত্তরঃ অটোফিল এ BGD, DOB, PP সেট করেন তারপর বাবা মা ও জন্মস্থান এর জন্য গ্রেসমাংকি ইউস করেন। এরপর Image Block করে কাজ করেন। বিস্তারিত তো জানেন ই।
প্রশ্নঃ গ্রেস মাংকি দিয়ে পুরাতন ক্যাপচা এনে কাজ করলে কোন অসুবিধা আছে কি ?
উত্তরঃ না কোন অসুবিধা হওয়ার কথা না কিন্তু ডেট পেজ এ পুরাতন ক্যাপচা ইউস না করা ই ভাল। ডেট পেজ বাদে অন্য পেজগুলোতে করতে পারেন।
প্রশ্নঃ আমি নরমালি কাজ করি কোন নেট ইউস করব ?
উত্তরঃ নরমলি কাজ করলে Banglalion / Qubee / Airtel / Robi / GP ইউস করতে পারেন এছাড়াও ব্রডব্রান্ড এর ডেডিকেটেড লাইন ইউস করতে পারেন।
অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা পেজের মেয়াদ ১ মিনিট ৪০ সেকেন্ড (পরিবর্তনশীল) তাই কোন পেজ আসতে বেশী দেরি করলে সেই পেজ ৪০০/৫০০ ইরর দিতে পারে । দিবে এমন বলা কঠিন তবে সম্ভাবনা আছে।
No comments:
Post a Comment