Important Notice

 বলতে না বলতেই এসে গেল ছুটির ঘন্টা


যদি কারও পড়তে সমস্যা হয় তবে          এই লিংকএ যান ক্লিয়ার দেখতে পাবেন --------------------------------------------------------------------------------
বর্তমানে আপনারা অনেকেই ভাবছেন যে, ইটোকেনের কাজ হয়তো বা আর থাকবেনা।  কিন্তু ব্যপারটা ঠিক তা নয়। বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনারের নির্দেশে একটি ভিসা টিম গঠন করা হচ্ছে যা ২সপ্তাহ যাবৎ স্থায়ী থ্কবে। এই দুই সপ্তাহে গ্রাহকগণকে কোন প্রকার ইটোকেন ছাড়াই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে  ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র আবেদনকারীদের উচ্চচাপ কে নিয়ন্ত্রনের জন্য এবং আই.ভি.এসি তে অগণিত মেইল করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া আগামী ঈদুল ফিতরের বাড়তি চাপকে ও এখানে প্রাধান্যতা দেওয়া হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে যে এই ২ সপ্তাহ কি ইটোকেন ছাড়া কি বন্ধ থাকবে?
না উক্ত দিনগুলোতেও যথারীতি ডেট ছাড়বে। তবে কাজের ধরন কিছুটা পরিবর্তন হতে পারে।
কাজের নতুন ধরণ যেমন মোবাইল নাম্বারে ওটিপি যাওয়া এবং ডেট কনফার্ম হলে গ্রাহকের মোবাইলে এস.এম.এস যাওয়া। এখন আপনাদের মনে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে,
১/যে বিজিডি দিয়ে কাজ করব সেই বিজিডিতে থাকা মোবাইল নাম্বারেইকি ওটিপি যাবে?

২/যে বিজিডি দিয়ে কাজ করব সেই বিজিডিতে থাকা মোবাইল নাম্বারেইকি কনফার্মেশন এস.এম.এস যাবে এবং সেই এস.এম.এস টাই-কি আই.ভি.এ.সি তে দেখাতে হবে? নাকি ফরওয়ার্ড মেসেজ তারা এক্সেপ্ট করবে?
প্রথম প্রশ্নের উত্তর.....

না যে বিজিডি দিয়ে কাজ করবেন সেই বিজিডিতে যে নাম্বার থাকবে সে নাম্বারে এসএমএস যাবে না। কাজের সময় আপনার কাছ থেকে সার্ভার একটি শুণ্য বাদে ১০ সংখ্যার ভেলিড ফোন নাম্বার চাইবে এবং ওটিপিটা  সেই নাম্বারেই যাবে। (বি:দ্র: বিষয়টি প্রমানিত)
দ্বিতীয় প্রশ্নের উত্তর....

কাজ করার সময় যে মোবাইল নম্বর টা আপনি ব্যবহার করবেন ওটিপি নেবার জন্য সেই নাম্বারেই এপোয়েন্টমেন্ট কনফর্মেশন এস.এম.এস যাবে। এবং সেই এস.এম.এস  আই.ভি.এসি তে দেখাতে হবে। কোন প্রকার ফরওয়ার্ড মেসেজ চলবে না।  এখন কিভাবে কাজ করবেন সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন।-ধন্যবাদ-

No comments:

Post a Comment